রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে শিগগিরই মস্কো সফরে যাচ্ছেন। এরদোয়ানের এই রাশিয়া সফরের লক্ষ্য হলো কৃষ্ণসাগর শস্যচুক্তি পুনরুজ্জীবিত করা।

এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির একজন মুখপাত্র সোমবার এ তথ্য জানান।

ক্ষমতাসীন দলটির মুখপাত্র ওমর চেলিক সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ার অবকাশ শহর সোচিতে উভয় নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

তুরস্ক আশা করছে, এ বৈঠকের মাধ্যমে আসন্ন ‘খাদ্য সংকট’ এড়ানো যাবে।

এর আগে বার্তা সংস্থা ব্লুমবার্গের খবরে বলা হয়, জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যাওয়ার আগে রিসেপ তাইয়েপ এরদোয়ান আগামী ৮ সেপ্টেম্বর ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘বৈঠকের নিবিড় প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ তবে কখন কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হবে, সে সম্পর্কে মুখপাত্র কিছু বলেননি।

কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানিবিষয়ক চুক্তি করতে তুরস্ক যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনকে সহায়তা করেছিল। গত মাসে রাশিয়া জাতিসংঘ সমর্থিত এ চুক্তি থেকে বেরিয়ে গেলে তা পুনরুজ্জীবিত করতে তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme