নাটোর প্রতিনিধি:
নাটোরে কিশোরী ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন এবং এক তরুণকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন ওই উপজেলার মোমিনপুর উত্তরপাড়া এলাকা মিঠুন মণ্ডল (২৩) এবং আশরাফুল ইসলাম (২৩)। এ ছাড়া ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছাব্বির হোসেন (১৮) ওই এলাকার বাসিন্দা। যাবজ্জীবনের পাশাপাশি মিঠনকে ৫০ হাজার ও আশরাফুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় রায়ে।
জানা যায়, ২০২১ সালের ৩১ মে সকালে ওই উপজেলায় একটি মাঠে মামাতো বোনদের সঙ্গে ছাগল চড়াতে যায় ১৪ বছর বয়সি এক কিশোরী। দুপুরে কথার ছলে আশরাফুল ও ছাব্বিরের সহযোগিতায় তাকে একটি আখ খেতে নিয়ে ধর্ষণ করে মিঠুন। ওই কিশোরীর চিৎকারে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মিঠুন ও আশরাফুলকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনার পরদিন কিশোরী নিজে বাদী হয়ে মিঠুন, আশরাফুল এবং ছাব্বিরকে আসামি করে নলডাঙ্গা থানায় মামলা করে।
Leave a Reply