আ. লীগ জনগণের দল, বিএনপি ক্ষমতার: ওবায়দূল কাদের

আ. লীগ জনগণের দল, বিএনপি ক্ষমতার: ওবায়দূল কাদের

অনলাইন ডেস্ক:


আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নের দল, জনগণের দল আর বিএনপি ক্ষমতার দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতার দল, নিজেদের পকেট উন্নয়নের দল। জনগণের ভাগ্য উন্নয়নের দল হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনা। তারা দীর্ঘদিন ক্ষমতায় নেই তো, লুটে পুটে হাওয়া ভবন করার সুযোগ নেই। হাওয়া ভবন ছাড়া বিএনপি টিকবে না। কারণ এই দল ক্ষমতা কেন্দ্রিক দল, মানুষের দল না। জনগণের দল আওয়ামী লীগ, ক্ষমতার দল বিএনপি। এটাই দুই দলের পার্থক্য।

তিনি বলেন, আজ বিএনপি ইফতার পার্টি করে, আর আওয়ামী লীগ ইফতার সামগ্রী বিতরণ করে। তারা (বিএনপি) ইফতার খাওয়ার পার্টি। আর আমরা (আওয়ামী লীগ) ইফতার দেওয়ার পার্টি। এ হলো আওয়ামী লীগের সঙ্গে বিএনপির পার্থক্য।

সেতুমন্ত্রী আরও বলেন, এ সময় দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষ কিছুটা কষ্টে আছে। যদিও ইদানীং বেশ কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। পেঁয়াজের দাম কোথায় উঠে গিয়েছিল, আর তা এখন ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। আমরা মনে হয়, জিনিস-পত্রের দাম আরও কমবে।

তিনি আরও বলেন, আজকে বিএনপি আবারও চিরাচরিত পাকিস্তানি কায়দায় অপপ্রচাচালাচ্ছে। পাকিস্তানি আমল থেকে আমরা এই অপপ্রচার শুনছি। রাজনৈতিক ইস্যু যখন থাকে না, তখন আওয়ামী লীগ বিরোধীরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটাই ইস্যু নিয়ে আসে। আর এখন আবার ইস্যু নিয়ে আসে শেখ হাসিনার বিরুদ্ধে। সেটা হচ্ছে ভারত বিরোধিতা ইস্যু। ভারত বিদ্বেষের ইস্যু।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme