লিওনেল মেসি বার্সেলোনায় থাকাকালীনই তার উত্তরসূরি মনে করা হচ্ছিল আনসু ফাতিকে। চমকপ্রদ পারফরম্যান্স দিয়ে সবার নজর কাড়েন স্প্যানিশ এই তরুণ। আর্জেন্টাইন তারকা পিএসজিতে যোগ দিলে তার ১০ নম্বর জার্সিটি পান ফাতি। সেই ফাতিই নাকি এখন বার্সেলোনা ছাড়ার দ্বারপ্রান্তে।
ফাতির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন চলছে। ফ্যাব্রিজিও রোমানো বলছেন, টটেনহ্যাম তাকে ধারে পেতে কাতালান ক্লাবটির সঙ্গে যোগাযোগ করেছে। দুই পক্ষ সমঝোতায় পৌঁছালে চুক্তি হবে এক বছরের জন্য, ২০২৪ সাল নাগাদ ইংলিশ ক্লাবটিতে থাকতে পারেন এই স্ট্রাইকার।
বার্সা নাকি ফাতিকে ছাড়ার ব্যাপারে ইতিবাচক। তবে স্প্যানিশ ফুটবলারের বেতনের পুরোটাই টটেনহ্যাম দিক বলেই চাওয়া তাদের।
Leave a Reply