জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে প্রেমঘটিত কারণে বিষপানে আত্মহত্যা করেছে প্রেমিক-প্রেমিকা। গত ৪ এপ্রিল ক্ষেতলাল উপজেলার খাড়িতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খাড়িতা গ্রামের দোলন শেখের ছেলে মুরাদ শেখ (১৭)। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে ও একই গ্রামের তোজাম্মেল শেখের মেয়ে নবম শ্রেণির ছাত্রী তাজমিন আক্তার (১৫)।
ক্ষেতলাল থানার ওসি আনোয়ার হোসেন জানান, অনেকদিন থেকে দুজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক চলছিল। কিন্তু তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় দুই পরিবারের কেউ তাদের সম্পর্ক মেনে নেননি। এ অবস্থায় ঈদের পর মুরাদের পরিবার মুরাদকে মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত নেয়। বিষয়টি দুজনে মেনে নিতে না পেরে গত ৪ এপ্রিল রাতের আঁধারে নিজ নিজ বাড়িতে বিষপান করে। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে দুইদিন চিকিৎসাধীন থেকে তারা বাড়িতে ফেরেন।
পরে ৭ এপ্রিল রাতে মুরাদ আবারও অসুস্থ হলে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ভোরে তার মৃত্যু হয়। এদিকে প্রেমিক মারা যাওয়ার খবরে প্রেমিকা তাজমিনও আবার অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাজমিনেরও মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply