পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ, ক্রেষ্ঠ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতিয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় অংশগ্রহন করা মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানার সভাপতিত্বে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান, উপজেলা আ,লীগের সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন।
Leave a Reply