পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩’দিনব্যাপী স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়।
পহেলা সেপ্টেম্বর পাঁচবিবি মুক্ত রোভার স্কাউট ও বয়েজ উদ্দিন স্কাউট গ্রুপের আয়োজনে সমাবেশটি হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ স্কাউট সমাবেশে অংশগ্রহন করেন। উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, সহকারি কমিশনার মারুফ আফজাল রাজন ও মেয়র হাবিবুর রহমান হাবিব স্কাউট সমাবেশের উদ্বোধন করেন। গত শনিবার রাতে মহা তাবু জলসা ও অগ্নি-প্রজ্বলনের মধ্যদিয়ে সমাপ্তি হয়।
পাঁচবিবি মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি সাবেক শিক্ষক নাছরিন আক্তার ঝুনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্যানেল মেয়র মোসাইদ আল-আমিন সাদ, বিশিষ্টি শিল্পপতি আব্দুল হাকিম মন্ডল, উপজেলা রোভার স্কাউটের সম্পাদক জয়নুল আবেদিন ও যমুনা টেলিভিশনের সাংবাদিক আব্দুল আলিম মন্ডল বক্তব্য রাখেন।
Leave a Reply