টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। ঐতিহাসিক এই অর্জনের পর তাদের বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের জন্য বিমানবন্দরে ছাদখোলা বাস প্রস্তুত থাকছে। তাতে চড়ে শহর প্রদক্ষিণ করবে পুরো দল।
স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এখন দেশের মাটিতে তাদের সংবর্ধনার জন্য ঢাকায় ছাদখোলা বাসে আরেক পশলা উৎসব হবে। কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে বাসটি বিমানবন্দরে এসেও পৌঁছেছে। সাবিনারা ছাদ খোলা বাসে করে শহর প্রদক্ষিণ করে বাফুফে ভবনে পৌঁছাবেন।
বিআরটিসি বাসটি খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো হয়েছে। দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবিও স্থাপিত হয়েছে। বাসের মাঝখানে ট্রফি নিয়ে থাকছে গ্রুপ ছবি। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি। বাম পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও ডান পাশে থাকছে সেরা গোলকিপার রুপনা চাকমার ট্রফি নেয়ার মুহূর্ত।
Leave a Reply