জয়পুরহাট প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে পুলিশের সাথে সাংবাদিকদের নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
এসময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, সদর থানার অফিসার ইনচার্জ তামবিরুর ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক, সহ সভাপতি মাশরেকুল আলম ও রেজাউল করিম রেজাসহ অন্যান্যরা।
পুলিশ সুপার জানান, আসন্ন দূর্গাপূজায় প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের নিরাপত্তা জোরদার করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় থাকবে। এছাড়া, সিসিটিভি ক্যামেরা, টহল পুলিশ ও ভ্রাম্যমাণ দল সার্বক্ষণিক নজরদারি চালাবে।
তিনি আরও বলেন, দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অপরিহার্য। প্রশাসন ও সাংবাদিকদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে জয়পুরহাটে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।
Leave a Reply