টানা কয়েকদিনের বৃষ্টির জ্যৈষ্ঠের তীব্র গরমে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনো বিরাজ করছে ৩৫ ডিগ্রির ঘরে। এই অবস্থায় রাতের মধ্যেই দেশের ১৮ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, শনিবার (২৪ মে) রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সন্দ্বীপে দেশের সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে দিনাজপুরে ৫২ মিলিমিটার ছাড়াও রাজশাহীতে ৩২, চুয়াডাঙ্গা ও রাজশাহীর বাদলগাছীতে ২৪, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২২, চাঁদপুর ও কক্সবাজারের কুতুবদিয়ায় ২০ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Leave a Reply