ক্লাব বিশ্বকাপে মেসি–রোনালদোর এক দলে খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতি

ক্লাব বিশ্বকাপে মেসি–রোনালদোর এক দলে খেলার সম্ভাবনা দেখছেন ফিফা সভাপতি

ফাইল ছবি

ফুটবলপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর স্বপ্ন হয়তো সত্যি হতে চলেছে। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো এই দুই মহাতারকার একসঙ্গে খেলার সম্ভাবনা রয়েছে আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে। এমনই ইঙ্গিত দিয়েছেন স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ‘দ্য অ্যাথলেটিক’

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার স্পিডের ‘আইশোস্পিড’ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন ক্রিশ্চিয়ানো, এ নিয়ে আলোচনা চলছে। কে জানে, কোনো ক্লাব হয়তো তাকে সই করাতে চায়। এখনো কয়েক সপ্তাহ বাকি আছে। মজা হবে।

তিনি আরও বলেন, আমি মেসি ও রোনালদোকে একসঙ্গে খেলতে দেখতে চাই। ভাবুন তো তারা যদি একই দলে ক্লাব বিশ্বকাপে খেলেন, সেটি হবে এক বিশেষ মুহূর্ত।

আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো ৩২টি দল নিয়ে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে ইন্টার মায়ামি, যেখানে ইতিমধ্যে আছেন লিওনেল মেসি।

রোনালদোর বর্তমান ক্লাব আল নাসর এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি, সৌদি আরব থেকে কেবল আল হিলাল অংশ নিচ্ছে। তবে কয়েক মাস আগে গুঞ্জন উঠেছিল, ইন্টার মায়ামি নাকি রোনালদোকে দলে নিতে চায়। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এ নিয়ে মায়ামির সহমালিক ডেভিড বেকহাম আলোচনা করেছেন মেসির সঙ্গে এবং মেসিও রোনালদোর আগমনকে স্বাগত জানিয়েছেন।

এছাড়া রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লুকা মদরিচকেও মায়ামিতে আনার সম্ভাবনার কথা জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

ইন্টার মায়ামি তাদের ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করবে ১৪ জুন মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে। এরপর ১৯ জুন পর্তুগালের পোর্তো ও ২৩ জুন ব্রাজিলের পালমেইরাসের বিপক্ষে মাঠে নামবে তারা।

রোনালদোর বর্তমান চুক্তি আগামী মাসে শেষ হচ্ছে। ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, আল নাসরের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা চললেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও ধারে অন্য কোনো ক্লাবে যাওয়ার পরিকল্পনা নেই রোনালদোর, গুঞ্জন রয়েছে তিনি হয়তো সৌদি আরব ছেড়ে ব্রাজিলের কোনো ক্লাবে নাম লেখাতে পারেন।

ফুটবলবিশ্ব এখন অপেক্ষায়, আদৌ কি মেসি-রোনালদোকে আবার একসঙ্গে মাঠে দেখা যাবে?

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme