অক্টোবরে যে কদিন ছুটি থাকবে

অক্টোবরে যে কদিন ছুটি থাকবে

অনলাইন ডেস্ক:

অক্টোবর মাস হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে ২৪ অক্টোবর (মঙ্গলবার) সাধারণ ছুটি থাকবে। এর বাইর এ মাসে কিছু ঐচ্ছিক ছুটি রয়েছে।

ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)

২৭ অক্টোবর (শুক্রবার) ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ছুটি কাটানো যাবে।

ঐচ্ছিক ছুটি (হিন্দু পর্ব)

* ১৪ অক্টোবর (শনিবার), মহালয়া। এদিন ছুটি কাটানো যাবে।

* ২২ ও ২৩ অক্টোবর (রবি ও সোমবার) দুর্গাপূজার অষ্টমী ও নবমী উপলক্ষ্যে দুদিন ছুটি কাটানো যাবে।

* ২৮ অক্টোবর (শনিবার) লক্ষ্মী পূজা উপলক্ষে ছুটি নেয়া যাবে।

ঐচ্ছিক ছুটি (বৌদ্ধ পর্ব)

২৮ অক্টোবর (শনিবার) প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) উপলক্ষে ছুটি নেয়া যাবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme