অক্টোবর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

অক্টোবর থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক:

২৪ অক্টোবর থেকে কিছু মোবাইল ফোনে চিরতরে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ। ফলে বিপদে পড়তে পারে অনেক ব্যবহারকারী।

তাহলে দেখে নেওয়া যাক কোন কোন কাজ করবে না হোয়াটসঅ্যাপ: 

Nexus 7
Samsung Galaxy Note 2
HTC One
Sony Xperia Z
LG Optimus G Pro
Samsung Galaxy S2
Samsung Galaxy Nexus
HTC Sensation
Motorola Droid Razr
Sony Xperia S2
Motorola Xoom
Samsung Galaxy Tab 10.1
Asus Eee Pad Transformer
Acer Iconia Tab A5003
Samsung Galaxy S
HTC Desire HD
LG Optimus 2X
Sony Ericsson Xperia Arc3

উপরের তালিকার মধ্যে আপনার স্মার্টফোন যদি থাকে তাহলে ২৪ অক্টোবরের মধ্যে সেটি আপগ্রেড করতে হবে। না হলে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে অ্যাপের কাজকর্ম। সংস্থার মতে, উক্ত স্মার্টফোনগুলি এখনও বহু মানুষ ব্যবহার করেন।

স্মার্টফোনগুলির অপারেটিং সিস্টেম পুরনো হওয়ায় সেখানে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটগুলি সাপোর্ট করবে না।  ফলে নিরাপত্তা সংক্রান্ত যে ফিচার্সগুলি থাকে তা পাবেন না ইউজাররা। পাশাপাশি নতুন যে সুবিধাগুলি যোগ হচ্ছে (যেমন হোয়াটসঅ্যাপ চ্যানেলস, চ্যাট লক) সেগুলি থেকে বঞ্চিত থাকতে হবে তাঁদের।

এক্ষেত্রে আপনার ফোনে এই তালিকায় রয়েছে কিনা তা জানার জন্য ফোনের সেটিংসে গিয়ে অ্যাবাউট ফোন > সফটওয়্যার ইনফরমেশন অপশনে গিয়ে অপারেটিং সিস্টেমটি দেখে নিতে পারেন।

হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেলে কী করতে হবে?

ইউজারের ফোনের অপারেটিং সিস্টেম যদি ৪.১ বা তার পুরনো হয় তাহলে শুধু হোয়াটসঅ্যাপ নয় অনেক অ্যাপই কাজ করা বন্ধ করে দেবে। তাই সেইসব ইউজারদের দ্রুত ফোনে আপগ্রেড করতে বলা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme