নতুন বছর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

নতুন বছর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

প্রতিকী ছবি

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং ভিডিও শেয়ার করতে পোল পরিচালনা করা যায়।

এ ছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। এসব পরিবর্তনে অ্যাপটি আরও বেশি জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে, মেটার অধীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে একগুচ্ছ নতুন ফিচার আসতে চলেছে। হোয়াটসঅ্যাপে নতুন ফিচার ২০২৫-এর আওতায় শিগগিরই চালু হওয়া ফিচারে ব্যবহারকারীরা নানা সুবিধা উপভোগ করতে পারবেন।

বিশ্বের সবথেকে বড় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছে ফেসবুকের এই সহযোগী প্রতিষ্ঠান। বর্তমানে বিশ্ব জুড়ে জনপ্রিয় এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ৩ দশমিক ৫ বিলিয়নেরও বেশি। ব্যবহারকারীদের নিরাপত্তা এবং অভিজ্ঞতা উন্নত করার জন্য নতুন নতুন ফিচার রোল আউট করে যেতে থাকে এই সংস্থা।

হোয়াটসঅ্যাপের অন্যতম জনপ্রিয় ফিচার হলো—স্ট্যাটাস আপডেট। এর মাধ্যমে ছবি, ভিডিও, টেক্সট এবং আরও নানা কিছু শেয়ার করতে পারেন ব্যবহারকারীরা। আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দুর্দান্ত কিছু বদল আসতে চলেছে। যার জন্য মুখিয়ে রয়েছেন লাখ লাখ ব্যবহারকারী।

সম্প্রতি স্ট্যাটাস আপডেটের জন্য একটি মিউজিক ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। আর এখন নতুন ভিডিও শেয়ারিং অপশন আসতে চলেছে।

সাম্প্রতিক এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এবার থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লম্বা দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। যারা নিজেদের ভিডিও কন্টেন্ট শেয়ার করার জন্য হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ব্যবহার করেন, তাদের জন্য ফিচারটি খুবই উপযোগী বলে প্রমাণিত হতে চলেছে।

হোয়াটসঅ্যোপের আসন্ন ফিচার সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করার বিশ্বস্ত সূত্র হল ওয়াবেটা ইনফো। আর সেখান থেকেই এই নতুন ফিচারের বিষয়ে কিছু তথ্য শেয়ার করা হয়েছে।

ওয়াবেটা বা হোয়াটসঅ্যাপ বেটা ইনফোর প্রতিবেদন অনুযায়ী, অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য বেটা ভার্সনে এই নয়া ফিচার দেখা গিয়েছে। এই আপডেটের সঙ্গে খুব শিগগিরই ব্যবহারকারীরা নিজেদের স্ট্যাটাসে ৯০ সেকেন্ড পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারবেন।

এর আগে ব্যবহারকারীরা স্ট্যাটাসে এক মিনিট দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারবেন। কিন্তু নতুন এই ফিচার ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে। আসন্ন এই আপডেটের জন্য ব্যবহারকারীরা লম্বা দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারবেন। যা প্রায় দেড় মিনিট দৈর্ঘ্যের।

যদিও এটি পরীক্ষানিরীক্ষার মধ্যে রয়েছে, তবে খুবই শিগগিরই তা ব্যবহারকারীদের মধ্যে রোল আউট করা হবে। এজন্য হোয়াটসঅ্যাপ অ্যাপ আপডেট করতে হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme