আজ থেকে বন্ধ হচ্ছে স্কাইপ

আজ থেকে বন্ধ হচ্ছে স্কাইপ

বিশ্বজুড়ে কোটি মানুষের কাছে আবেগের নাম হয়ে ওঠা ভিডিও কলিং অ্যাপ স্কাইপ বন্ধ হচ্ছে আজ সোমবার (৫ মে) থেকে। মাইক্রোসফটের সিদ্ধান্ত অনুযায়ী, এদিন থেকে স্কাইপের সাধারণ সেবা বন্ধ হয়ে যাবে। তবে কর্পোরেট পর্যায়ের ‘স্কাইপ ফর বিজনেস’ সীমিতভাবে চালু থাকবে।

২০০৩ সালে চালু হওয়া স্কাইপ একসময় ভিডিও কল, আন্তর্জাতিক ফোন এবং মেসেজিংয়ের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছিল। দূর দেশে থাকা প্রিয়জনের সঙ্গে যোগাযোগে স্কাইপ ছিল অন্যতম ভরসা।

স্কাইপকে ঘিরে রয়েছে বহু আবেগময় গল্প। ওয়েলস ও চীনের ওয়েং ও ওয়েনের সম্পর্ক স্কাইপ কলেই শুরু হয়ে পরে বিয়ে পর্যন্ত পৌঁছে। আবার নিউজিল্যান্ডের এরিকা স্বামীর মৃত্যুর পর স্কাইপ চ্যাটের মাধ্যমে খুঁজে পেয়েছেন মানসিক শান্তি। চিলিতে বসবাসরত স্যুসান ১৫ বছর ধরে ইংল্যান্ডে থাকা ৯৯ বছর বয়সী মায়ের সঙ্গে প্রতিদিন কথা বলেছেন স্কাইপেই।

মাইক্রোসফট বলেছে, ব্যবহারকারীরা চাইলে তাদের পুরনো চ্যাট, কনট্যাক্ট ও কল হিস্টোরি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। স্কাইপের সাবস্ক্রিপশন বা ক্রেডিটধারীরা টিমস প্ল্যাটফর্মে কিছু সময়ের জন্য কলিং সুবিধা পাবেন। কেননা, করপোরেট পর্যায়ে ব্যবহৃত মাইক্রোসফট টিমসের গুরুত্ব বাড়ানোর সিদ্ধান্তের অংশ হিসেবেই বন্ধ করা হচ্ছে স্কাইপের সাধারণ সংস্করণ। একই ধরনের দুটি সেবা পরিচালনার প্রয়োজন নেই বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত মার্চে মাইক্রোসফট স্কাইপ বন্ধের ঘোষণা দিয়ে ব্যবহারকারীদের বিকল্পে যাওয়ার জন্য ৫ মে পর্যন্ত সময় দিয়েছিল। যদিও এখনো লক্ষাধিক ব্যবহারকারী সক্রিয়ভাবে স্কাইপ ব্যবহার করে আসছেন।

স্কাইপ বন্ধ হয়ে যাওয়ার পর অনেক ব্যবহারকারীর মনেই প্রশ্ন জেগেছে—তাদের চ্যাট হিস্টোরি, কনট্যাক্ট লিস্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের কী হবে?

এ প্রসঙ্গে মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপ আইডি দিয়েই মাইক্রোসফট টিমসে সরাসরি লগইন করা যাবে এবং ব্যবহারকারীদের আগের বার্তা, কনট্যাক্টসহ যাবতীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে টিমসে স্থানান্তরিত হবে। ফলে নতুন করে অ্যাকাউন্ট খোলার দরকার পড়বে না এবং পুরোনো তথ্যও হারাবে না।

তবে টিমস ব্যবহারের কোনো বাধ্যবাধকতা নেই। চাইলে ব্যবহারকারীরা গুগল মিট, জুম কিংবা অন্য কোনো মেসেজিং অ্যাপও বেছে নিতে পারবেন। শুধু স্কাইপ বন্ধ হওয়ার আগে, অর্থাৎ আজকের মধ্যেই গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme