চাকরি ডেস্ক
যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার পদে অফিসার ক্যাডেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। অনলাইনে আবেদন করতে হবে ৩১ মার্চ ২০২৪ তারিখের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ হোসেন
প্রার্থীর শারীরিক যোগ্যতা: প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ১ জানুয়ারি ২০২৫ তারিখে প্রার্থীর বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর। পুরুষ প্রার্থীদের বেলায় ন্যূনতম শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ১৬২.৫ সেমি বা ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৭৬ সেমি (৩০ ইঞ্চি), প্রসারণে ৮১ সেমি (৩২ ইঞ্চি)।
মহিলা প্রার্থীদের বেলায় উচ্চতা ১৫৭.৪৮ সেমি বা ৫ ফুট ২ ইঞ্চি। ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৭১ সেমি (২৮ ইঞ্চি), প্রসারণে ৭৬ সেমি (৩০ ইঞ্চি)।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি (বিজ্ঞান বিভাগ) বা সমমানের পরীক্ষার যেকোনো একটিতে জিপিএ ৫ এবং অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় থাকতে হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আইএসএসবির দপ্তর ঢাকা সেনানিবাসে সাক্ষাত্কারের জন্য ডাকা হবে। আরো বেশ কয়েকটি ধাপ পরীক্ষা শেষে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে ডিসেম্বর ২০২৪-এর শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করানো হবে।
প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা: নির্বাচিত ক্যাডেটরা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণসহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস এবং মিডশিপম্যান হিসেবে ১৮ মাসসহ তিন বছর মেয়াদি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে ‘সাব লেফটেন্যান্ট’ পদে নিয়মিত কমিশন পাবে। একাডেমিতে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখায় ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি (অনার্স) এবং সাপ্লাই শাখায় ক্যাডেটদের বিইউপি থেকে বিবিএ ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটদের এমআইএসটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হবে। সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটরা বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। এ ছাড়া রয়েছে বৈচিত্র্যময় ক্যারিয়ার, দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণ, জাতিসংঘ মিশনে কাজের সুযোগ, বাসস্থান, চিকিৎসাসহ অন্যান্য সরকারি সুবিধা।
Leave a Reply