অসহায়দের প্রতি সহনশীল থাকার আহ্বান জিএম কাদেরের

অসহায়দের প্রতি সহনশীল থাকার আহ্বান জিএম কাদেরের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জিএম কাদের বলেছেন, দেশের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, প্রতিবন্ধি ও অসহায় মানুষের প্রতি সবাই সহনশীল থাকুন। মহিমান্বিত মাহে রমজানের ফজিলতে মহান আল্লাহ যেন আমাদের দেশের শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি নিশ্চিত করেন।

সোমবার দুপুরে ঈদুল ফিতর উপলক্ষে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন।

দেশবাসীর উদ্দেশে জিএম কাদের বলেন, প্রায় শেষ দিকে রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমাময় মাহে রমজান। সিয়াম সাধনার ত্যাগ ও সংযমের শিক্ষার প্রতিফলন ঘটাবে হবে আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে। ইসলামের শ্বাশত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, আমরা যেন দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে অবদান রাখতে সমর্থ হই। মানুষে-মানুষে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জোড়ালো করতে হবে। মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme