আক্কেলপুর (জয়পুরহাট প্রতিনিধি)
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের চেঁচুরিয়া গ্রামে তিন কৃষকের খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চেঁচুরিয়া গ্রামের কৃষক শাজাহান আলী, আব্দুস সোবহান ও রেজাউল করিম গেল আমন মৌসুমে ধান মারায় করার পর গরুর খাদ্য হিসেবে ২৫ বিঘা জমির খড় বাড়ির পাশের উঠানে গাদা তৈরী করে রাখেন। সোমবার রাতের কোন এক সময় দূর্বৃত্তরা ওই তিনটি গাদায় আগুন ধরিয়ে দেয়। এতে সব খড় পুড়ে ছাই হয়ে গেছে। পরে মঙ্গলবার সকালে বিষয়টি দেখতে পান তারা।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, কৃষকের খড়ের গাদায় আগুনের বিষয়টি শুনেছি, তবে কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply