চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করায় জামিন পেয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। বৃহস্পতিবার (৮ মে) ঢাকার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আইনজীবীর মাধ্যমে আবেদন জানান তিনি। পরে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।
গত ৬ মে মামলার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ার কারণে চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল নিশ্চিত করেছেন এ তথ্য।
জানা গেছে, বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। কিন্তু আগের ধার্য তারিখে হাজির না হওয়ায় তাকে তিরস্কার করেন বিচারক। পরে তার জামিন মঞ্জুর করেন আদালত।
২০১৩ সালের ১৪ মে নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন প্রযোজক রাশেদুল। পরের বছর, অর্থাৎ ২০১৪ সালের ২ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।
Leave a Reply