নিউজ ডেস্ক:
রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন করিম বেনজেমা। দুই মৌসুমের চুক্তিতে তিনি প্রায় ৩০০ মিলিয়ন ডলার বেতন পাবেন। চুক্তির অর্থের পরিমাণ দেখে আঁচ করা যায় যে, ইত্তিহাদে তার কর্তৃত্ব থাকবে।
শুধু বেনজেমা কেন মোটা অঙ্কের অর্থে সৌদি লিগে আসা রোনালদো, নেইমার, হ্যান্ডারসন, সাদিও মানেদের মাঠে ও ড্রেসিংরুমে কর্তৃত্ব করার কথা। কিন্তু প্রত্যাশা মতো তা হচ্ছে না। প্রো লিগ মৌসুমে এখন পর্যন্ত গোল করতে না পারা ফ্রান্সের সাবেক স্ট্রাইকার বেনজেমার সঙ্গে যেমন পর্তুগিজ কোচ নুনো স্পারিন্তে সান্তোসের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে।
ভ্যালেন্সিয়া, পোর্ত, উলভস ও টটেনহ্যামের ডাগ আউটে দাঁড়ানো কোচের কাছে নেতৃত্বের আর্মব্যান্ড চেয়েছিলেন বেনজেমা। কিন্তু কোন নুনো সান্তোস তেমনটি করেননি। বরং ৩৬ বছরের বেনজেমাকে অধিনায়কের দায়িত্ব না দিয়ে ব্রাজিলের ৩২ বছর বয়সী ফরোয়ার্ড রোমারিনহোর বাহুতে রেখেছেন আর্মব্যান্ড।
সৌদি আউটলেট আল শার্ক আল আউসাত জানিয়েছে, বেনজেমা ও নুনো সান্তোসের মধ্যে সংকট চরমে। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি স্ট্রাইকার কোচের থেকে যে আচরণ পেয়েছেন তার কোন জবাব হয় না। এমনকি আল ইত্তিহাদকে গত মৌসুমে লিগ শিরোপা জেতানো কোচ সান্তোস নাকি বলেছেন, তার কৌশলের সঙ্গে বেনজেমা মোটেও মানানসই না।
নুনো নাকি এও বলেছেন, চলতি মৌসুমে তিনি দলে বেনজেমাকে চাননি। বিয়ষটি নিয়ে প্রো লিগ এজেন্টের ওপর ক্ষোভ ঝেড়েছেন বেনজেমা। যে ক্লাবের কোচ তাকে চাননি, তাকে নিয়ে পরিকল্পনা নেই তেমন ক্লাবে তাকে আনায় তিনি ক্ষুব্ধ। বেনজেমা নাকি দ্রুতই এর সমাধান বের করার তাগিদ দিয়েছেন।
Leave a Reply