অনলাইন ডেস্ক:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীন শিক্ষার্থী ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের ২৬০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারপ্রাপ্ত রেজিষ্টার এ এইচ এম আলী হাসান বলেন, উচ্চ আদালতের দেওয়া কয়েকটি পর্যবেক্ষণের পর রোববার আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে স্থায়ী বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর আজ সিন্ডিকেট সভায় তা অনুমোদন দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কোড অব কন্ডাক্টের আলোকে অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীর আজীবনের জন্য ছাত্রত্ব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে এ এইচ এম আলী হাসান বলেন, ‘আগামী ২৩ আগস্ট এই সিদ্ধান্ত উচ্চ আদালতে পাঠানো হবে।
স্থায়ী বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী ওরফে অন্তরা (সেশন : ২০১৭-১৮), চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি (সেশন : ২০২০-২১), আইন বিভাগের ইসরাত জাহান মিম (সেশন : ২০২০-২১), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম (সেশন : ২০২০-২১) ও একই বিভাগের একই সেশনের মুয়াবিয়া জাহান। এর মধ্যে সানজিদা চৌধুরী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। অন্যরা ছাত্রলীগের কর্মী। নির্যাতনের ঘটনায় পাঁচজনকেই সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
Leave a Reply