কলকাতার সিরিজে প্রধান চরিত্রে মোশাররফ করিম

কলকাতার সিরিজে প্রধান চরিত্রে মোশাররফ করিম

ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

টলিউডে মুক্তির অপেক্ষায় রয়েছে মোশাররফ করিমের নতুন সিনেমা। ব্রাত্য বসু নির্মিত সেই সিনেমার নাম ‘হুব্বা’। এতে প্রধান চরিত্রে অর্থাৎ এক গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেতা। এবার জানা গেল, কলকাতার আরেকটি সিরিজেও প্রধান চরিত্রে হাজির হতে যাচ্ছেন মোশাররফ।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আলোচিত উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’র প্রধান চরিত্র হাজারি ঠাকুর। এবার সেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোশাররফ করিমকে।

ভারতীয় গণমাধ্যম ওটিটি প্লে-এর সূত্রে জানা গেছে, ‘আদর্শ হিন্দু হোটেল’ অবলম্বনে একটি সিরিজ নির্মাণের কাজ চলছে। এটি নির্মাণ করবেন অরিন্দম শীল। উপন্যাসের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র ‘পদ্ম’ হিসেবে অভিনয় করবেন অনন্যা চট্টোপাধ্যায়। এছাড়া ‘বেচু চক্কত্তি’র চরিত্রে দেখা যাবে দেবশংকর হালদারকে।

১৯৪০ সালে প্রকাশিত ‘আদর্শ হিন্দু হোটেল’ উপন্যাসের হাজারি ঠাকুর মধ্যবয়সী বাঙালি ব্রাহ্মণ, পেশায় রাঁধুনি। যার স্বপ্ন অনেক বড়। স্বপ্ন দেখে নিজের হোটেলের। হাজারি ঠাকুরের মতোই বেচু চক্কত্তির খাবারের হোটেলে কাজ করে পদ্ম। হাজারি ঠাকুরকে নানা অপবাদ দেয়। নানা চড়াই-উতরাই পেরিয়ে হাজারি ঠাকুরের সফল উদ্যোক্তা হওয়ার গল্প নিয়ে ‘আদর্শ হিন্দু হোটেল’।

চলতি মাসেই সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে নানা কারণে সিরিজের শুটিং পিছিয়েছে। তবে আগামী বছরের জানুয়ারিতে এর দৃশ্যধারণ শুরু হবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme