চলতি মাসেই পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ

চলতি মাসেই পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই অনুষ্ঠিত হতে পারে এ সংলাপ।

শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি পাকিস্তান।

সংবাদমাধ্যমটি বলেছে, ২০১২ সালে সর্বশেষ দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল। এবারের সংলাপের লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ক প্রাতিষ্ঠানিকীকরণ করা।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই পারস্পারিক সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে। এই রাজনৈতিক সংলাপ সেটিরই একটি অংশ। ভবিষ্যৎ আন্তরাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে এবারের সংলাপে।

সংলাপে দুই দেশের সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্লাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে।

এ সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। তবে, বাংলাদেশের হয়ে কে নেতৃত্ব দেবেন তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।

এদিকে আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার। তার এ সফরটিকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কোন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে পাকিস্তান।

পাকিস্তানের কূটনীতি বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরির পথ খুলবে, যা এই অঞ্চলের সহযোগিতা ও স্থিতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার দেশত্যাগের পর বদলে যায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক। অন্তর্বর্তী সরকার বৈদেশিক নীতি পরিবর্তন করে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার দিকে নজর দেয়। এছাড়া, চীনের সঙ্গেও গভীর সম্পর্ক তৈরির দিকে মনযোগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme