নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগষ্ট নিহত শিক্ষার্থী বিশাল সরকারের মরদেহ দাফনের ৭৩দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দুপুরে জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর সরকার পাড়া গ্রামের কবর থেকে তার মরদেহ উত্তোলন ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এসময় জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ শাহ আলম শোভন ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গত ৪ আগষ্ট জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন বিশাল। এরপর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় বিশালের বাবা বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাবেক এমপি সামছুল আলম দুদুসহ ১২৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আজ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার মরদেহ কবর থেকে উত্তোলন হয়।
Leave a Reply