বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়নি। দেশ রাজনৈতিকভাবে কঠিন সময় অতিক্রম করছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দল ও জনগণকে অবহেলা করে, এমন কোনো চুক্তি করবেন না, যে চুক্তি দেশের বিরুদ্ধে যাবে। সংস্কারকাজ শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব।
তিনি বলেন, বিভাজন নয়, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ চাই। বিএনপি সরকার ক্ষমতায় এলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে দেশ।
মির্জা ফখরুল আরো বলেন, আমরা অনেক বছর একটা ডাইনির হাতে জিম্মি থেকেছি। কোনো ছেলে-মেয়ের পরিবারে বিএনপির গন্ধ থাকলেই তাদের আর চাকরি হতো না। ব্যবসাতেও একই অবস্থা করেছে তারা। দীর্ঘ সংগ্রাম আর অনেক রক্তের বিনিময়ে আমরা তার হাত থেকে রেহাই পেয়েছি। তারপরও ডাইনি হাসিনা পাশের দেশ ভারতে বসেই আমাদের গুঁতোগুঁতি করে চলেছেন। দেশ থেকে পালিয়েও জনগণকে শান্তিতে থাকতে দিতে চায় না সে ভয়াবহ ডাইনি।
আয়নাঘর সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, হাসিনা ও আওয়ামী লীগ যাদের ভয় করেছে বা আওয়ামী যাদের লীগ নিজেদের জন্য হুমকি মনে করেছে, তাদেরকেই তারা গুম করেছে। ১৭০০ মানুষকে গুম করেছে তারা। গুম হওয়া বেশিরভাগ মানুষেরই কোনো খোঁজ পাওয়া যায়নি। আর যাদের খোঁজ পাওয়া গেছে, তারাও অন্তত ৭ থেকে ৮ বছর পর্যন্ত আটকে থেকেছেন। সিলেটের এমপি ও প্রতাপশালী নেতা ইলিয়াসের এখনো খবর পায়নি তার পরিবার।
বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীদের দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয় সমাবেশ।
Leave a Reply