নতুন লুকে রাশমিকা মান্দানা

নতুন লুকে রাশমিকা মান্দানা

file photo

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার সিনেমা `থামা’ চলতি বছরের দিপাবলীতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমাটি কমেডি, রোম্যান্স আর হররের মিশেলে নির্মিত হয়েছে।

ম্যাডক ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়াও আছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল প্রমুখ।

সম্প্রতি সিনেমাটির টিজার সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। এরপর থেকেই আলোচনায় আসে অভিনেত্রীর নতুন লুক। খোলা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে তার যেন অন্য রকম রহস্যের ছোঁয়া ফুটে উঠেছে। ‘থামা’ সিনেমায় তার চরিত্রের নাম ‘তাদাকা’, যে আলো-অন্ধকারের ভেতর দিয়ে ভালোবাসা আর ভয়ের গল্প বলবে।

অন্যদিকে আয়ুষ্মান খুরানা থাকছেন ‘অলোক’-এর ভূমিকায়। অলোক সবসময়ে মানুষের শেষ আশা-ভরসার প্রতীক। অলোকের প্রেমে পড়ে তাদাকা। তবে তাদের গল্পের মাঝেই হাজির হয় অন্ধকারের বাদশা ‘ইয়াকশন’, যার চরিত্রে আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। আর কৌতুকরসে ভরপুর পরেশ রাওয়াল সিনেমায় আনবেন বাড়তি মজা।

ম্যাডক ফিল্মস ‘স্ত্রী’, ‘ভেড়িয়া’ কিংবা ‘মুঞ্জ্যা’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর এবার নিয়ে আসছে ‘থামা’। ম্যাডক ফিল্মস এবার ভূতুড়ে দুনিয়ায় নতুন সিনেমায় এক অন্ধকার অতীতের ছায়ায় ভিন্নস্বাদের প্রেমের গল্প ফুটিয়ে তুলবে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme