পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী তাজপুর এলাকার একটি আলু ক্ষেত থেকে শ্যাম চরন পাহান (৬২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ভারত সীমান্তের কাটা তার থেকে প্রায় ২০০ গজ পূর্বদিকে বাংলাদেশের অভ্যন্তর থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এদিকে খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত শ্যাম চরন পাহান, পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে সীমান্তবর্তী তাজপুর গ্রামের মাঠে কয়েকজন কৃষক কাজ করতে আসেন। এসময় একজন কৃষক সীমান্তের পাশের একটি আলুক্ষেতে শ্যাম চরনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন জানান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তিনি কিভাবে মারা গেছেন তা ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply