পাঁচ বছর পর সিনেমায় শার্লিন ফারজানা

পাঁচ বছর পর সিনেমায় শার্লিন ফারজানা

কথাসাহিত্যিক মাহমুদুল হকের বহুল পঠিত উপন্যাস ‘জীবন আমার বোন’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা। একই নামে চলতি বছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি নির্মাণ করছেন এনায়েত করিম বাবুল। সিনেমাটিতে অভিনয় করছেন শার্লিন ফারজানা এবং খায়রুল বাসার।

এর মধ্য দিয়ে প্রায় ৫ বছর পর সিনেমায় নাম লিখিয়েছেন শার্লিন। এতে তাঁর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসারকে। এর আগে ২০২০ সালে মুক্তি পাওয়া মেহেদি হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

শার্লিন-বাসার জুটিকে একাধিক নাটকে দেখা গেলেও এবারই প্রথম বড়পর্দায় জুটি বাঁধলেন তারা। বর্তমানে ঢাকার অদূরে নবাবগঞ্জে চলছে সিনেমাটির দৃশ্যধারণ। আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই লটের কাজ।

নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে শার্লিন ফারজানা বললেন, “কাজটি নিয়ে কথা হচ্ছিল অনেক দিন ধরে। এরপর শুটিং শুরু করেছি। সেই ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর অনেক দিন পর আবার সিনেমায় কাজ, ভেবেছিলাম শুটিং শেষ করে তারপর সবাইকে জানাব। দুই দিন শুটিং করেছি, চলতি সপ্তাহেই আবার শুটিংয়ে অংশ নেব। অনেকেই জেনেছেন, কথাসাহিত্যিক মাহমুদুল হকের ‘জীবন আমার বোন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। একদম উপন্যাসের মতো করে একদম ধরে ধরে কাজ করা হচ্ছে। উপন্যাসনির্ভর কাজের প্রতি আমার অন্যরকম দুর্বলতা রয়েছে। সাহিত্যনির্ভর কাজ অনেক চ্যালেঞ্জিং। যত্ন নিয়ে সিনেমাটিতে কাজ করছি।’

উনপঞ্চাশ বাতাসের পর সিনেমায় বিরতির প্রসঙ্গে শার্লিনের ভাষ্য, ‘উনপঞ্চাশ বাতাস-এর পর ভালো গল্প ও চরিত্র খুঁজছিলাম। সেরকম গল্প পাইনি বলে নতুন সিনেমা আর হাতে নেইনি। চেয়েছি ভালো একটি কাজ দিয়ে ফিরতে। সহ-অভিনেতা খায়রুল বাসারের সঙ্গে এর আগে নাটকে অভিনয় করেছি। দর্শক তা সাদরে গ্রহণ করেছেন। সিনেমায় তাঁর সঙ্গে প্রথমবার কাজ করছি। আমাদের মধ্যে বোঝাপড়াটা বেশ ভালো। আশা করছি, ভালো কিছু অভিজ্ঞতা নিয়েই সিনেমার কাজ শেষ করতে পারব।’

ঢাকাসহ রাজধানীর বাইরে বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রায়ণ হবে বলে জানা গেছে। এতে শার্লিন-বাসার ছাড়া আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, প্রান্তর দস্তিদার প্রমুখ।

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন শার্লিন ফারজানা। আলোচিত কিছু নাটক, টেলিছবিতে অভিনয় করে দর্শকপ্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রের অন্যতম চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme