নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধহপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তারা গর্ন্ধবপুর গ্রামের নিখিল সরকারের ছেলে-মেয়ে।
নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান, বাড়ির সামনে পুকুরে তাদের পরিবারের একজন গোসল করতে যান। তার সঙ্গে নিঝুম ও প্রীতম পুকুর পাড়ে যায়। ওই ব্যক্তি গোসল শেষে বাড়ি ফিরলেও তারা সেখানে থেকে যায়। এর কিছুক্ষণ পর তাদের মা পুকুরে গেলে প্রীতমের মরদেহ ভাসতে দেখেন। পরে নিঝুমেরও মরদেহ ভেসে উঠে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply