অনলাইন ডেস্ক:
এক দিন আগেই ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। পরদিনই এবাদত হোসেনকে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিশ্বকাপ থেকেও ছিটকে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে জাতীয় দলের এই পেসারের।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বল ডেলিভারির সময় আম্পায়ার গাজী সোহেলের সঙ্গে ধাক্কা খেয়ে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন এবাদত। সে সময় ‘ফ্ল্যাট ফুট ল্যান্ডিং’ করায় এই ইনজুরি হয়েছিল তার।
প্রাথমিক পর্যবেক্ষণের পর বোর্ড জানায় সেটি খুব একটা গুরুতর নয়। যদিও বেশ কিছুদিন তাকে রাখা হয়েছিল বিশ্রামে। এরপর এশিয়া কাপের ক্যাম্পে শুরু থেকেই ছিলেন অনুশীলনে।
তবে শেষ দুইদিন তাকে ‘নি ক্যাপ’ পরে অনুশীলন করতে দেখা গেছে। টানা অনুশীলনের কারণে ফের তিনি হাঁটুতে ব্যথা অনুভব করছেন।
এদিকে বোর্ডও বুঝতে পেরেছে লম্বা সময়ের জন্য মাঠে বাইরে থাকা লাগতে পারে এবাদতের। সে কারণেই আসন্ন এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের জন্য তানজিম হাসান সাকিব ও খালেদ আহমেদকে প্রস্তুত করছে টিম ম্যানেজমেন্ট।
Leave a Reply