ব্রাজিলিয়ান কোচ ৪৯ বছর বয়সী দিনিজের অধীনে এটাই প্রথম দল ঘোষণা। কাতারের হতাশাজনক বিদায়ের পর তৎকালীন কোচ তিতে দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর পর দিনিজের উপর অস্থায়ী দায়িত্ব দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
৩১ বছর বয়সী নেইমার অতি সম্প্রতি পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন। রিও ডি জেনিরোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করতে গিয়ে নেইমার প্রসঙ্গে দিনিজ বলেছেন, ‘আমি তার সাথে সম্প্রতি কথা বলেছি এবং সে জাতীয় দলে খেলতে রাজী আছে। তার মানের একজন খেলোয়াড়কে পাওয়া সত্যিই কঠিন। বিরল প্রতিভার অধিকারী নেইমারকে পেয়ে আমরাও সৌভাগ্যবান।’
ব্রাজিল দল:
গোলকিপার: আলিসন, বেন্তো, এডারসন
ডিফেন্ডার: দানিলো, ভ্যানডারসন, হেনরিখ, রেনান লদি, ইবানেজ, গ্যাব্রিয়েল মাগালহেস, মারকিনিস, নিনো।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, জোয়েলিনতন, কাসেমিরো, রাফায়েল ভেইগা
ফরোয়ার্ড: ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, আন্তোনি, নেইমার, মার্তিনেল্লি, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন ।
Leave a Reply