তথ্য প্রযুক্তি ডেস্ক:
পিসি কেনার সময় কিংবা পিসিকে বিক্রি করার সময় আমাদেরকে অবশ্যই পিসির অনান্য বিষয়ের পাশাপাশি প্রসেসরের উপরেও খেয়াল রাখা উচিত। সাধারণত যেহেতু পিসি কেনার আগে কিংবা সেকেন্ড হ্যান্ড পিসি কেনা বা বিক্রির আগে CPU বক্স খুলে প্রসেসর তো আর কেউ দেখেন না তাই আমাদেরকে সফটওয়্যার বেসিসেই প্রসেসরের তথ্যের উপর নির্ভর করে থাকতে হয়।
আপনি যদি টেকনোলজি সম্পর্কে তেমন একটা জ্ঞান না রেখে থাকেন তাহলে নতুন কিংবা পুরাতন পিসি কিনতে গিয়ে অনান্য সেক্টরের মতোই প্রসেসরেও মার খেয়ে যেতে পারেন। কারণ আমরা জানি সফটওয়্যার দিয়ে প্রসেসরের নাম এবং স্পিডকে পরিবর্তন করা যায়। আমি আজকের পোষ্টে দেখাবো কিভাবে আপনি আপনার বর্তমান কিংবা যেকোনো পিসির প্রসেসরের জেনারেশন বুঝতে পারবেন। তো চলুন দেখা যাক কোন জেনারেশনের পিসি আপনি ব্যবহার করছেন!
বিস্তারিত দেখতে নিচের ভিডিওটি দেখুন:
Leave a Reply