অনলাইন ডেস্ক:
ভারতীয় সিনেমার কিংবদন্তী অভিনেতা রজনীকান্তের সঙ্গে বাংলাদেশের মনোয়ার হোসেন ডিপজলের তুলনা করেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শিরিন শিলা। তিনি বলেছেন, ভারতের রজনীকান্ত যদি এখনো সিনেমার নায়ক হিসেবে অভিনয় করতে পারে তাহলে বাংলাদেশের ডিপজল কেন অভিনয় করতে পারবেন না?
বুধবার ‘ঘর ভাঙা সংসার’ সিনেমার সংবাদ সম্মেলনে এসে শিরিন শিলা এসব কথা বলেন।
রজনীকান্তের বয়স ৭১ বছর এবং ডিপজলের বয়স ৬৫ বছর। ভারতীয় বিভিন্ন সিনেমায় এখনো নায়কের ভূমিকায় অভিনয় করেন রজনীকান্ত। কিন্তু বাংলাদেশে এরকম দেখা যায় না। তবে সেই ধারা ভেঙেছেন ডিপজল। আসন্ন নতুন সিনেমায় শিরিন শিলার বিপরীতে নায়কের ভূমিকায় আছেন তিনি। গত ১০ আগস্ট মুক্তি পেয়েছে রজনীকান্তের নতুন সিনেমা ‘জেইলার’।
আগামী শুক্রবার (১ সেপ্টেম্বর) মুক্তি পাবে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’। এরই মধ্যে সিনেমাটির হল বুকিংও শুরু হয়েছে। ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় ডিপজল ও শিরিন শিলা ছাড়াও অভিনয় করেছেন আঁচল আঁখি, মিশা সওদাগরসহ অনেকে।
Leave a Reply