ই-পাসপোর্ট সেবা চালু করা ডিজিটাল বাংলাদেশের ফসল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এবার ই-ভিসা কার্যক্রম চালু করা হবে। শিগগিরই প্রধানমন্ত্রীর নির্দেশে তা বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার সুইডেনের স্টকহোম বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন শেষে এক সভায় তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দক্ষিণ এশিয়ায় প্রথম ই-পাসপোর্ট কার্যক্রম চালু করেছে বাংলাদেশ। এটি জনগণের জন্য মুজিববর্ষের উপহার। এই সেবা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ফসল।’
তিনি বলেন, ‘বিমানবন্দরে ই-গেইট স্থাপন করা হয়েছে; যা দক্ষিণ এশিয়ায় প্রথম, এমনকি উন্নত বিশ্বের কিছু দেশে এটি স্থাপিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা শিগগিরই ই- ভিসা কার্যক্রমও শুরু করতে পারব।’
Leave a Reply