মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ও ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অন্তরাত্মা’। তবে ‘বরবাদ’ প্রেক্ষাগৃহে আগুন জ্বালালেও দর্শকদের হতাশ করেছে ‘অন্তরাত্মা’। তাই সিনেমাটি নামিয়ে ফেলা হয়েছে সিনেপ্লেক্স থেকে। ২০২১ সালের মার্চে শেষ হয় ‘অন্তরাত্মা’র শুটিং।
শাকিব খান ও কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককে নিয়ে এটি নির্মাণ করেন ওয়াজেদ আলী সুমন। ২০২২ সালে মুক্তি কথা থাকলেও আলোর মুখ দেখেনি সিনেমাটি। এরপর আর ‘অন্তরাত্মা’র মুক্তির বিষয়ে কোনো আলোচনাও হয়নি বলা যায়। ঈদের আগে ছবিটি নিয়ে সেভাবে ছিল না কোনো ধরনের প্রচারণা।
শাকিব খানসহ ছবির অন্য তারকাদেরও ছবিটি নিয়ে সেভাবে প্রচারণা করতে দেখা যায়নি।
তার পরও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। তবে ঈদের তৃতীয় দিনেই স্টার সিনেপ্লেক্সে ছবিটির কোনো প্রদর্শনী নেই। আজ সকালে জানা গেল, মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’।
বুধবার (৩ এপ্রিল) সকালে জানা গেল, মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’।
দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি পেয়েছিল ওয়াজেদ আলী পরিচালিত ‘অন্তরাত্মা’। এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত প্রকাশিত সূচিতে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি করে প্রদর্শনী পায় সিনেমাটি। তবে দর্শকদের সাড়া না পাওয়ায় নির্ধারিত দিনের এক দিন আগেই নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিনেও আশানুরূপ ব্যবসা করতে পারছে না এটি।
‘অন্তরাত্মা’র প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন স্থানে এর শুটিং হয়। শাকিব-দর্শনার পাশাপাশি এতে আরো অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফসহ অনেকে।
Leave a Reply