সৈনিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সাধারণ ও টেকনিক্যাল– এই দুই ট্রেডে জনবল নেওয়া হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ পাওয়া প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড সনদ থাকতে হবে।
পুরুষ ও মহিলা– উভয় প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন। আবেদন করতে হবে এসএমএস ও অনলাইনের মাধ্যমে ১০ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে।
বয়স: ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সাধারণ ট্রেডের প্রার্থীর বয়স হতে হবে ১৭ থেকে ২০ বছর। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে বয়সসীমা ১৭ থেকে ২১ বছর, তবে ড্রাইভিং পেশায় অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ১ বছর শিথিলযোগ্য।
উচ্চতা: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে নূন্যতম উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে নূন্যতম ৫ ফুট ১ ইঞ্চি।
ন্যূনতম ওজন: ৪৯.৯০ কেজি বা ১১০ পাউন্ড (পুরুষ) এবং ৪৭ কেজি বা ১০৪ পাউন্ড (মহিলা)।
বুকের মাপ: পুরুষ–স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফীত ৩২ ইঞ্চি। মহিলা–স্বাভাবিক ২৮ ইঞ্চি, স্ফীত ৩০ ইঞ্চি।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
অন্যান্য যোগ্যতা: সাঁতার জানতে হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষায়ও উত্তীর্ণ হতে হবে।
আবেদনের লিংক http://army.teletalk.com.bd/admitcard/index.php
Leave a Reply