অনলাইন ডেস্ক:
কমানোর এক সপ্তাহের মাথায় দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। ফলে এই মানের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা।
নতুন দাম অনুযায়ী শুক্রবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা। যা বৃহস্পতিবার পর্যন্ত ছিল ৯৯ হাজার ২৭ টাকা।
২১ ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৪১ টাকা। ফলে শুক্রবার থেকে এই মানের স্বর্ণের দাম পড়বে ৯৬ হাজার ৬৩৬ টাকা। যা বৃহস্পতিবার পর্যন্ত দাম ছিল ৯৪ হাজার ৫৯৫ টাকা।
আর ১৮ ক্যারেটের স্বর্ণের ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৭৪৯ টাকা। ফলে শুক্রবার থেকে এই মানের স্বর্ণ কিনতে লাগবে ৮২ হাজার ৮১৪ টাকা। যা বৃহস্পতিবার পর্যন্ত দাম ছিল ৮১ হাজার ৬৫ টাকা।
Leave a Reply