অনলাইন ডেস্ক:
আগামী ২৪ অক্টোবর ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ থেকে ২৭ অক্টোবর ব্রাসেলস সফর করবেন। সেখানে তিনি ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নেবেন। ওই বৈঠকে বিশ্বের অনেক নেতা যোগ দেবেন। আমরা এই বৈঠকের সুযোগ কাজে লাগাতে চাই।
তিনি আরও বলেন, সফরে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) সঙ্গে ৩৯৫ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে অনুদান হিসেবে ৪৫ মিলিয়ন ইউরো পাব।
সফর শেষে আগামী ২৭ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে বলে জানান আব্দুল মোমেন।
Leave a Reply