অনলাইন ডেস্ক:
আগস্ট মাসের ২৫ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ১৩২ কোটি ৩০ লাখ ৭০ টাকা মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১৪ হাজার ৪৮৭ কোটি ৬২ লাখ টাকা ( প্রতি ডলার ১০৯.৫০ টাকা হিসাবে)।
রবিবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য অনুযায়ী রাষ্ট্রায়াত্ত ছয় ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৪ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার। দুই বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১৪ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশে ব্যবসারত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ লাখ মার্কিন ডলার।
Leave a Reply