২৭০ জনকে নিয়োগ দেবে বিশ্বসাহিত্য কেন্দ্র

২৭০ জনকে নিয়োগ দেবে বিশ্বসাহিত্য কেন্দ্র

চাকরি ডেস্ক


৯ ধরনের পদে ২৭০ কর্মী নিয়োগ দেবে বিশ্বসাহিত্য কেন্দ্র। সারা দেশের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বইপড়া কর্মসূচি পরিচালনার জন্য এসব জনবল নেওয়া হবে। আবেদন করতে হবে ইমেইলে ৩১ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে নির্ধারিত ফরমে।

সবচেয়ে বেশি সংখ্যক কর্মী নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে, ১৭২ জন।

নিয়োগপ্রাপ্তদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানটির বেতন কাঠামো অনুসারে দেওয়া হবে।

পদের বিবরণ

১. টিম ম্যানেজার বা মনিটরিং ম্যানেজার-১৮টি
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বা সংশ্লিষ্ট কর্মসূচি পরিচালনায় ন্যূনতম পাঁচ বছরের পেশাদার অভিজ্ঞতাসম্পন্ন। ন্যূনতম তিন বছর টিম ম্যানেজমেন্ট বা লিডিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন।

উচ্চ আইটি দক্ষতাসম্পন্ন। সমন্বয় ও যোগাযোগে দক্ষ হতে হবে। সময় ব্যবস্থাপনা ও দলগতভাবে কাজ করার মানসিকতাসম্পন্ন; সৃজনশীল, অ্যাডাপটেবিলিটি ও ইতিবাচক মনোভাবের হতে হবে।

২. এমআইএস ম্যানেজার-১টি
যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি, কম্পিউটার সায়েন্স, প্রোগ্রামিংয়ে ডিপ্লোমা বা ডিগ্রি।

ওয়েব বেজড এমআইএস সিস্টেম ব্যবস্থাপনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমআইএস ডিজাইন, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম তৈরিতে অভিজ্ঞ হতে হবে। নেটওয়ার্ক, পিএইচপি ফ্রেমের কাজ, ফ্রেমওয়ার্ক ব্যবস্থাপনা, পরিসংখ্যান ও রিপোর্ট তৈরীকরণ; ডায়নামিক ওয়েব ডিজাইন ও অ্যান্ড্রয়েড সিস্টেম-অ্যাপ তৈরির দক্ষতা থাকতে হবে। বেসিক হার্ডওয়্যার ও সফটওয়্যার ট্রাবলশুটিং, সাইবার নিরাপত্তাবিষয়ক দক্ষতা; বেসিক আইটি–বিষয়ক প্রশিক্ষণদানে দক্ষ হতে হবে। সময় ব্যবস্থাপনা ও দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সৃজনশীল, অ্যাডাপটেবিলিটি ও ইতিবাচক মনোভাবের হতে হবে।
৩. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-১৭২টি
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। মাইক্রোসফট অফিস ও আইসিটি–বিষয়ক কাজে দক্ষ হতে হবে। মাঠপর্যায়ে যোগাযোগ ও উদ্বুদ্ধকরণে পারদর্শী; নিয়মিত [৬০% সময়] উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন; দেশের যেকোনো প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে। সময় ব্যবস্থাপনা ও দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সৃজনশীল, অ্যাডাপটেবিলিটি ও ইতিবাচক মনোভাবের হতে হবে।

৪. মনিটরিং অফিসার-১১টি
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। মাইক্রোসফট অফিস ও আইসিটি–বিষয়ক কাজে দক্ষ হতে হবে। মাঠপর্যায়ে যোগাযোগ ও উদ্বুদ্ধকরণে পারদর্শী; নিয়মিত [৬০% সময়] উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন; দেশের যেকোনো প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক ভ্রমণের মানসিকতা থাকতে হবে। সময় ব্যবস্থাপনা ও দলগতভাবে কাজ করার মানসিকতা এবং সৃজনশীল, অ্যাডাপটেবিলিটি ও ইতিবাচক মনোভাবের হতে হবে।

৫. লজিস্টিকস অফিসার-৬টি
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। যেকোনো প্রতিষ্ঠানে লজিস্টিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস ও আইসিটি–বিষয়ক কাজে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ ও দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। বিশেষ পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ ও নেগোসিয়েশনে দক্ষ হতে হবে। দেশের যেকোনো প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক ভ্রমণের মানসিকতা এবং সৃজনশীল, অ্যাডাপটেবিলিটি ও ইতিবাচক মনোভাবের হতে হবে।

৬. এমআইএস অফিসার-২টি
যোগ্যতা: ব্যবহারিক বিজ্ঞান বা কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রোগ্রামিং ও এমআইএস সিস্টেমে জ্ঞানসম্পন্ন; মাইক্রোসফট অফিস ও আইসিটি–বিষয়ক কাজ এবং ডেটাবেজ ম্যানেজমেন্ট ও সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ হতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার মেরামত বা আপডেটে দক্ষ; ইন্টারনেট নেটওয়ার্ক সেটআপ ও নেটওয়ার্ক নিয়ন্ত্রণে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ ও দলগতভাবে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে। দেশের যেকোনো প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক ভ্রমণের মানসিকতা এবং সৃজনশীল, অ্যাডাপটেবিলিটি ও ইতিবাচক মনোভাবের হতে হবে।

৭. অ্যাকাউন্টস অফিসার-২টি
যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সফটওয়্যারভিত্তিক অ্যাকাউন্টিং সিস্টেম পরিচালনায় দক্ষ এবং সরকারি আয়কর, ভ্যাট ও অন্যান্য আর্থিক ব্যয়-বিধি ও অডিট পদ্ধতি সম্পর্কে জ্ঞানসম্পন্ন হতে হবে। মাইক্রোসফট ও আইসিটি–বিষয়ক কাজে দক্ষতাসম্পন্ন; যোগাযোগে দক্ষ ও দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে। দেশের যেকোনো প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক ভ্রমণের মানসিকতা এবং সৃজনশীল, অ্যাডাপটেবিলিটি ও ইতিবাচক মনোভাবের হতে হবে।

৮. কর্মসূচি বা অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি-২৬টি
যোগ্যতা: এইচএসসি পাস। মাইক্রোসফট অফিস (ওয়ার্ড ও এক্সেল) ব্যবহারে দক্ষ; কম্পিউটারে বাংলা ও ইংরেজি কম্পোজে দক্ষ হতে হবে।

৯. পদের নাম: কার্যসহকারী/এমএলএসএস/ক্লিনার/গার্ড-৩২টি
যোগ্যতা: এসএসসি বা অষ্টম শ্রেণি পাস।

বয়সসীমা: ১ ও ২ নম্বর পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছর আর অন্যান্য পদের ক্ষেত্রে বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিংবা বয়স শিথিল করা যেতে পারে।

নিয়োগ বিজ্ঞপ্তি ও বিস্তারিত: https://bskbd.org/notice/view/69

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme