জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। এইচইএম গ্র্যান্ড সেক্টরের ঋণ কর্মসূচিতে ২ হাজার ৯০০ কর্মী নেবে সংস্থাটি। আগ্রহী প্রার্থীরা ডাকযোগের মাধ্যমে আগামী ১৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)
পদের সংখ্যা: ৫ পদে ২৯০০ জন
পদের বিবরণ:
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সব শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সক্রিয় ফোন নম্বর ও ই-মেইল অ্যাড্রেস সংবলিত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে হবে। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদন ফি: প্রতিটি পদে নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকার মানি রসিদ অথবা ব্যাংক জমার মূল রসিদ (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রতিষ্ঠানের যেকোনো শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় থেকে ১০ টাকা সার্ভিস চার্জ প্রদানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করা যাবে।
অথবা, নিকটস্থ যেকোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে ‘টিএমএসএস’ শিরোনামে রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক বা সোনালী ব্যাংকে টাকা জমাদানের মূল রসিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) বরাবর করতে হবে এবং খামের ওপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করে নিম্নবর্ণিত যেকোনো ঠিকানায় সরাসরি, ডাক বা কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানাগুলো―
Leave a Reply