অনলাইন ডেস্ক:
আগামী ১৮ সেপ্টেম্বরের পর থেকে বন্ধ হচ্ছে মেসেঞ্জার লাইট। নাইনটুফাইভ বলছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য মেসেঞ্জার লাইট সংস্করণ বন্ধ হয়ে যাচ্ছে।
ইতিমধ্যে গুগল প্লেস্টোর থেকে অ্যাপটিকে নামিয়ে নেওয়া হয়েছে। পরিবর্তে অ্যাপটি চালু করলে সেখানে মূল মেসেঞ্জার অ্যাপ ব্যবহারের জন্য বলা হচ্ছে।
টেকক্রাঞ্চ মেটার একজন মুখপাত্রকে উদ্ধৃত করে তাদের প্রতিবেদনে বলছে, ২১ আগস্ট থেকে অ্যান্ড্রয়েডে মেসেঞ্জার লাইট ব্যবহারকারীদের মেসেঞ্জার বা ফেসবুক লাইটে স্থানান্তর করা হবে এবং তারা মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ রিসিভ করবে।
চলতি মাসের শুরুতেই মেটা ঘোষণা দেয় আগমী ২৮ সেপ্টেম্বরের পর থেকে অ্যান্ড্রয়েডে মেসেঞ্জার ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমে আর এসএমএস আদান-প্রদান করতে পারবেন না।
Leave a Reply