গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন সশস্ত্র বাহিনী হুতি। তাদের আগ্রাসন যতদিন বন্ধ না হবে ততদিন এই হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ইসরায়েলের তেল আবিবের কাছে দখলকৃত জাফার এলাকায় অবস্থিত বিমানবন্দরে ‘জুলফিকার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
তিনি বলেন, এই হামলায় কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়েছে। এর ফলে দখলকৃত ফিলিস্তিনের তিনশর বেশি শহর ও বসতিতে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে।
সারি জানান, হামলার কারণে লক্ষাধিক ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হন। পাশাপাশি বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করা হয়।
তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাতে ইয়েমেন সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং ভূমিকা আরও জোরালো করবে।
ভবিষ্যতে দখলকৃত ভূখণ্ডে সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানোর এবং ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধ চালু রাখার হুঁশিয়ারিও দেন তিনি।
যতদিন না ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ করে এবং অবরোধ তুলে নেয় ততদিন ইয়েমেনের সামরিক অভিযান চলবে বলে কঠোর হুঁশিয়ারি দেন সারি।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি মাঝপথেই প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
এই হামলার কয়েক ঘণ্টা আগে আনসারুল্লাহ রাজনৈতিক পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ আল-বুখাইতি ঘোষণা দেন, সম্পূর্ণ যুদ্ধবিরতি না আসা পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতিরোধে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ ইয়েমেন।
Leave a Reply