ইসরায়েলে নতুন করে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। বৃহস্পতিবার বিকালে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, তারা ইরান থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং তা প্রতিহতে কাজ করছে।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে হাইফা এবং উত্তর ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে। যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানকার বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে প্রবেশ এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে আইডিএফ জানিয়েছে, ইরান থেকে আসা ১০টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে কাজ করছে।
Leave a Reply