রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লুকা মদ্রিচ অবশেষে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিচ্ছেন—এই খবর নিশ্চিত করেছেন মিলানের ক্রীড়া পরিচালক ইগলি তারে। ৩৯ বছর বয়সী ক্রোয়াট মিডফিল্ডার ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে মিলানে নাম লেখাবেন।
গত কয়েক সপ্তাহ ধরে মিলান ও মদ্রিচের মধ্যে আলোচনা চলছিল। ইতিমধ্যেই দুই পক্ষের মধ্যে একটি মৌখিক চুক্তি হয়েছে বলে জানা গেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে তারে মদ্রিচকে ‘বর্তমান মিলান দলের সদস্য’ বলেই উল্লেখ করেছেন এবং তার আগমনে দলে কীভাবে প্রভাব পড়বে তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ইগলি তারে বলেন, “আমি মদ্রিচের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। তাকে দেখে মনে হয়েছে, এখনও জয়ের খিদে তার মধ্যে প্রবল। সে আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছিল, ‘এই দল কি চ্যাম্পিয়ন হওয়ার জন্য গঠিত হচ্ছে?’ এই প্রশ্ন থেকেই বোঝা যায়, সে কী ধরনের নেতা। ছয়টি চ্যাম্পিয়ন্স লিগজয়ী একজন খেলোয়াড়, যে এসেই দলে প্রভাব ফেলতে চায়। তার মানসিকতা, নেতৃত্বগুণ ও পেশাদারিত্ব দলের জন্য অমূল্য হবে। তাছাড়া, সে নিজেই মিলানের সমর্থক—এই গল্পটিকে আরও রোমাঞ্চকর করে তোলে। ”
মদ্রিচ ২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং পরবর্তী ১৩ বছরে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড়ে পরিণত হন। রিয়ালের হয়ে তিনি জিতেছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ২৮টি ট্রফি। ক্লাব বিশ্বকাপ জিতলে সেটিই হবে তার ২৯তম শিরোপা।
চলতি মৌসুমে এসি মিলান ইতালিয়ান সিরি আ-তে অষ্টম স্থানে শেষ করেছে। তাই মিডফিল্ডে বড় পরিবর্তন আনতে চায় ক্লাবটি। মদ্রিচ ছাড়াও সুইজারল্যান্ডের আরডন জাশারি, স্পেনের জাভি গুয়েরা ও গ্রানিত জাকাকে দলে নেওয়ার চেষ্টা চলছে। ফের দায়িত্ব নেওয়া কোচ মাসিলিয়ানো আলেগ্রির অধীনে দলকে আবার শীর্ষে তুলতে চায় তারা।
মদ্রিচের সামনে একটি বড় লক্ষ্য এখনও বাকি—২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার নেতৃত্ব দেওয়া। তাই এসি মিলানে তার পারফরম্যান্স হতে পারে তার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
Leave a Reply