আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে একটি তেল পরিশোধনাগারে বিশাল বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের প্রভাবে আশপাশের বাড়ির জানালার কাঁচও ভেঙে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শহরের সবগুলো স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং কর্মীদের বাড়িতে থাকতে বলা হয়েছে।
দেশটির কর্মকর্তারা জানান, আগুনের কারণে এই বিস্ফোরণ হয়েছে। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আহতের সংখ্যা ৮৪ থেকে ১০০ জন হতে পারে। স্থানীয় সময় মধ্যরাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আগুন ভয়াবহ রুপ নেয়। কয়েক মাইল দূর থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল।
গিনি সরকারের মুখপাত্র উসমান গাওয়ার দিয়ালো বলেন, তিনি এখনো হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে পারছেন না। কারণ প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ছে।
Leave a Reply