চীনে নির্মাণাধীন একটি রেলওয়ে সেতু ধসে কমপক্ষে ১২ জন শ্রমিক নিহত হয়েছেন। সিএনএন জানিয়েছে, এ ঘটনায় আরও ৪ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২২ আগস্ট) ভোর ৩টার দিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ছিংহাই প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। সেসময় ইয়েলো রিভার বা হলুদ নদীর ওপর নির্মিতব্য বাঁকানো নীল-সবুজ রঙের সেতুর একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে।
শিনহুয়া সংবাদ সংস্থার প্রকাশিত আকাশপথের ছবিতে দেখা যায়, সেতুর একটি বিশাল অংশ নেই, আর ভাঙা অংশ নদীর দিকে নিচে ঝুলে আছে।
দুর্ঘটনার সময় সেতুর ওপর মোট ১৬ জন শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে একটি স্টিল কেবল ছিঁড়ে গেলে পুরো কাঠামো ভেঙে পড়ে।
নিখোঁজদের সন্ধানে নৌকা, হেলিকপ্টার এবং বিশেষ রোবট ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চায়না ডেইলি জানিয়েছে, সেতুটি প্রায় ১.৬ কিলোমিটার দীর্ঘ এবং নদীর পৃষ্ঠ থেকে এর উচ্চতা ছিল ৫৫ মিটার।
Leave a Reply