এনএইচকে নিউজ ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সাগর উপকূলের নিগাতা, তোয়ামা, ইয়ামাগাতা, ফুকুই এবং হিয়োগো প্রশাসনিক অঞ্চলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ইশিকাওয়া প্রদেশের ওয়াজিমা শহরে স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ২১ মিনিটে ১ দশমিক ২ মিটারেরও বেশি উচ্চতার সুনামি আঘাত হানে। সুনামির আঘাত আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের মানচিত্রে দেখা গেছে, নোটো প্রদেশের কিছু অংশ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলীয় এলাকা, বিশেষ করে নোটো প্রদেশের লোকজনকে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে প্রশাসন।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বিস্তারিত জানা যায়নি।
Leave a Reply