টি-টোয়েন্টিতে পাঁচশর দুয়ারে সাকিব

টি-টোয়েন্টিতে পাঁচশর দুয়ারে সাকিব

সিপিএলে চমৎকার এক মুহূর্তের সন্ধিক্ষণে সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের ঠিক দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশের তারকা। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের জয়ের দিনে পেলেন সেই কাঙ্ক্ষিত উইকেট। বোলিংয়ে নেমে মাত্র ১ ওভারে ২ রানের বিনিময়ে শিকার করলেন ১ উইকেট। আর এতেই ৪৫৫ ম্যাচ শেষে তার উইকেট সংখ্যা দাঁড়াল ৪৯৯। এখন আর কেবল এক উইকেট পেলেই পাঁচশর ক্লাবে নাম লিখবেন তিনি।

টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটশিকারীর তালিকায় এখন পর্যন্ত আছেন কেবল চারজন। তার হলেন রশিদ খান (৬৫৮), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারিন (৫৯০) ও ইমরান তাহির (৫৪৯)। সাকিব হতে যাচ্ছেন পঞ্চম সদস্য এবং প্রথম বাংলাদেশি।

তার দলের জয়ও ছিল নাটকীয়তায় ভরপুর। আগে ব্যাট করে ফ্যালকনস তোলে ৬ উইকেটে ১৭৬ রান। জবাবে শেষ দুই ওভারে ত্রিনবাগোর দরকার ছিল ৩৬ রান। ওবেড ম্যাককয়ের এক ওভারেই ২২ তুলে আশা জাগালেন কাইরন পোলার্ড। কিন্তু শেষ ওভারে শামার স্প্রিঙ্গারের নিখুঁত বোলিংয়ে হার মানে তারা। শেষ বলে ছক্কা হাঁকালেও ব্যবধান কমল শুধু ৮ রানে।

ত্রিনবাগোর হয়ে কলিন মানরো ঝড় তুলেছিলেন ১৮ বলে ৪৪ রানে, পোলার্ড খেলেছেন ২৮ বলে ৪৩ রানের ইনিংস। তবে বল হাতে ৩৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ফ্যালকনসের ম্যাককয়।

অ্যান্টিগার হয়ে অধিনায়ক ইমাদ ওয়াসিম খেলেছেন ২৭ বলে ৩৯, আর ফ্যাবিয়ান অ্যালেনের ২০ বলে ৪৫ রানের ঝড় এনে দিয়েছে জয়ের ভিত। ব্যাট হাতে সাকিব করতে পেরেছেন ১৩ বলে ৭ রান।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme