রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জাবি আলোনসোর শুরুটা প্রত্যাশা মতো হয়নি। ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে ভীষণ ধুঁকেছে। ম্যাচের ৩৪ মিনিটে গঞ্জালো গার্সিয়া রিয়ালকে এগিয়ে দিলেও, এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। ৪১ মিনিটে পেনাল্টি থেকে আল হিলালকে সমতায় ফেরান রুবেন নেভেস। ম্যাচের শেষ দিকে যোগ করা সময়ে রিয়াল মাদ্রিদের জয়ের সুযোগ এসেছিল পেনাল্টি থেকে। কিন্তু ফেডেরিকো ভালভার্দের স্পট কিক অসাধারণ দক্ষতায় সেভ করে দেন প্রতিপক্ষ গোলকিপার ইয়াসিন বুনো, যার ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আলোনসোর দলকে।
ম্যাচ শেষে আলোনসো তার দলের পারফরম্যান্স নিয়ে বলেন,‘প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধ বেশ ভালো ছিল। প্রথমার্ধে আমাদের অনেক কিছুতে ঘাটতি ছিল। ভারসাম্য ছিল না মোটেই। আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা ছন্দ পরিবর্তন করতে সক্ষম, নিয়ন্ত্রণ আছে এবং প্রতিপক্ষের অর্ধে আরও বেশি খেলার সক্ষমতাও আছে। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। এখন আমাদের ইতিবাচক দিকগুলো নিয়ে সামনে উন্নতি করতে হবে।’
কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে রিয়ালের দায়িত্ব নেওয়ার পর জাবি আলোনসো গত ৯ জুন তার প্রথম অনুশীলন সেশন পরিচালনা করেন। এরপরই দল নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছেন তিনি। নিজের কোচিং দর্শন এবং দলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোনসো বলেন,‘জানতাম সবকিছুর জন্য সময় লাগবে। কিছু বিষয় আছে যা পরিবর্তন করা প্রয়োজন এবং সেগুলো আমাদের শুধরে নিতে হবে। আমরা অবশ্যই তা করব। তবে সবকিছুর জন্য সময় প্রয়োজন।’
Leave a Reply